ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণ অর্থায়ন বিষয়ক শিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নওদাপাড়া ওমরপুর এলাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বিএইচবিএফসি’র জোনাল ম্যানেজার ছানোয়ারুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএইচবিএফসি’র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএইচবিএফসি’র উপমহাব্যবস্থাপক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক খাইরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক খাজা ইমদাদুল বারী।
সভায় অতিথিবৃন্দ ঋণ গ্রহণে সুযোগ সুবিধা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীদের পক্ষ থেকে থেকেও মতামত নেওয়া হয়। মতবিনিময় সভাটি ঋণ গ্রহীতা, ঋণ প্রত্যাশী ও সর্বসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।