ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ৩০ শে সেপ্টেম্বর বিকালে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওউসার জাহান, ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, ইকরচালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম সাবু।
আরও উপস্থিত ছিলেন, ইকরচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ রায়, ইকরচালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ফিরোজা বেগম মুক্তা, জগদীশপুর ওয়াড সদস্য ফরতাজুল ইসলামসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবকবৃন্দ এবং তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।