ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) উপজেলার হাটপাঙ্গাসী বাজার চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সিহাব, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম নান্নু।
এছাড়াও পাঙ্গাসী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালুজ্জামান দুলালসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।