ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে অবশেষে কিছুটা হলেও কমেছে রাতের তাপমাত্রা। লতা-পাতা, ধানের পাতা, বিভিন্ন গাছের পাতা, আর ঘাষে চকচক করছে ভোরের শিশির কণা ও হালকা কুয়াশা।
বুধবার (১১ অক্টোবর) সকাল ৭ টার পর থেকে প্রচন্ড রোদ ও গরম অনুভূতি হলেও সন্ধ্যার পর পরই তা কমে যাচ্ছে। আর রাত গভীর হলেই শীতের কারণে ফ্যানও বন্ধ করে দিতে হচ্ছে এবং মধ্যরাতের দিকে গায়ে জড়াতে হচ্ছে হালকা-পাতলা কাঁথা।
উপজেলার ব্রম্যগাছা গ্রামের হাফেজ নুরুল ইসলামসহ একাধিক ব্যক্তির সাথে কথা হলে তাড়া জানান, সারা দিন প্রচন্ড গরমের পর সন্ধার পর-পরই অবশেষে একটু হলেও শীত অনুভব হচ্ছে। তাছাড়া ভোরের দিকে পড়ছে হালকা কুয়াশাও। যা সত্যিকার অর্থে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।