ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জয়দা আদারপাড়ায় খেলার মাঠে সচেতন সোসাইটি নারী ফুটবল প্রশিক্ষন ক্যাম্পে ১৬টি ফুটবল প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার গোগ্রাম ইউনিয়নের জয়দা আদারপাড়া গ্রামে খেলার মাঠে।
জয়দা আদারপাড়া গ্রামে ৬ মাসব্যাপি নারী ফুটবল ক্যাম্পের রাজশাহী জেলা ফুটবল এশোসিয়েশন (আরডিএফএ) এর আয়োজন।
এডুকো বাংলাদেশ এর আর্থিক সহায়তায় কম্ব্যাট জিবিভি প্রজেক্ট এর ক্লাবে এই প্রশিক্ষন ক্যাম্প পরিচালনা করছেন আরডিএফএ প্রশিক্ষক সোহাগ।
এসময় নারী ফুটবলাদের হাতে ফুটবল তুলে দেন সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম চুন্নু ও প্রজেক্টর কর্মীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নারীদের ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলে খেলার সুযোগ তৈরী হবে।