ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।
সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
শেষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।