ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : ২৬ অক্টোবর এই দিনে স্বৈরাচর বিরোধী আন্দোলনে শহীদ হোন রাজশাহীর চারঘাট উপজেলার কৃতি সন্তান মঈনুল হোসেন। শহীদ মইনুল হোসেনের ৩৬ বছর মৃত্যূর পরেও সেভাবে তাকে মুল্যায়ন করা হয়নি বলে অভিযোগ পরিবারের। খুব কম সময়েই খোজ খবর নেয়া হয় মঈনুল হোসেনের।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে শহীদ মঈনুল হোসেনের কবর জিয়ারত করতে যান চারঘাট-বাঘার সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রায়হানুল গক রায়হান।
এসময় সাবেক সাংসদ মরহুম মঈনুল হকের অতীত ইতিহাস তুলে ধরে স্মৃতি চারণ করেন এবং মরহমের পরিবারের সদসদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় মরহুম মঈনুল হোসেনের স্মৃতিচারণ করতে গিয়ে সাবেক সাংসদ রায়হান বলেন, ১৯৮৭ সালের ২৬ অক্টোবর সারা দেশে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে তখন মরহুম মঈনুল হোসেনসহ আমরা উপজেলা ঘেরাও করি। এসময় পুলিশের বর্বরোচিত হামলায় এবং পুলিশের গুলিতে শহীদ হোন আওয়ামী যুবলীগের একনিষ্ঠ কর্মী মঈনুল হোসেন। আজকের এই দিনেই তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। এসময় তিনি মরহুম মঈনুল হোসেনের স্ত্রীর হাতে নগদ টাকাসহ উপহার তুলে দেন।
এসময় সাংসদের সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃলকলীগের সাবেক সভাপতি কাজী তনু, সরদহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়েন উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মাসুস কবীর মুকুল, সাবেক পৌর কাউন্সিলর ইমদাদুল হক প্রমুখ।