ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা বড়গাছী বাজারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি জায়গার উপর দোকানঘর নির্মাণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে বাজার কমিটির বিরুদ্ধে। উচ্চ আদালত থেকে দোকানঘর নির্মাণ ও বরাদ্দের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলেও সেই আদেশের তোয়াক্কা না করেই সেখানে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন তারা। তবে জেলা প্রশাসকের তরফ থেকে বলা হয়েছে, উচ্চ আদালতের রায়ের কপি তারা পেয়েছেন। আদালত যেভাবে নিদের্শনা দিয়েছেন সেভাবেই কাজ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবা উপজেলা বড়গাছি হাটে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ হচ্ছে মর্মে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি এডভোকেট মাহফুজুর রহমানের নজরে পড়ে। জনস্বার্থে এডভোকেট মাহফুজুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে একটি রীট আবেদন করেন। রীট পিটিশন নং-১০৮২৯/২০২৩। গত ২৮শে আগস্ট/২৩ শুনানি অন্তে আদালত সন্তুষ্ট হয়ে নির্মাণ কাজ বন্ধের আদেশ দেন। আদেশে রাজশাহীর পবার বড়গাছি হাটে দোকানপাট নির্মাণ ও বরাদ্দ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়।
কিন্তু উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও আদেশ অমান্য করে সেই হাটে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন ওই হাটের পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলে অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ তার অন্য সহযোগীরা মিলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করে ৩ থেকে ৪ লাখ টাকা নিয়ে বরাদ্দ দিচ্ছেন। এছাড়াও এসব অনিয়মে ইউএনও ও এসিল্যান্ড সহ সরকারি কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, সরকারি নিয়ম বর্হিভ‚তভাবে হাট বাণিজ্যে লিপ্ত হয়েছেন বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদ ও সেক্রেটারি আফজাল। এমদাদ পবা উপজেলা যুবলীগের সভাপতি ও তার ছেলে বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাগর। তারা ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাস জায়গায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হাটের বরাদ্দকৃত জায়গা বিক্রি করছে।
এ ব্যাপারে জানতে পবার বড়গাছি বাজার কমিটির সভাপতি এমদাদুল হকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পবার বড়গাছি হাটের দোকানঘর নির্মাণ বিষয়ে উচ্চ আদালত যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটি আমাদের কাছে এসে পৌঁছেছে। আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করছি।