ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ৩০০ গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। রোববার দুপুর সোয়া ২ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট এলাকার মুনসুরের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানাধীন আলীনগর এলাকার নওশের আলীর ছেলে বিল্লাল হোসেন (২৬) ও মুনসুর আলীর ছেলে হাসান আলী (২০)।
র্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রোববার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারের নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া কান্দিপাড়া বিস্মিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি মালবাহী বড় ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৫৯১) এ তল্লাশী করে ৩০০ গ্রাম হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা ট্রাকসহ ০৩ টি মোবাইল ও ০৩ টি সীম জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিলের ০৭(গ) ধারায় মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।