ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (৭ জানুয়ারী) সকালে জেলার কেন্দ্রেগুলোয় ভোটার উপস্থিত ছিলনা আশানুরূপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতির বাড়ার সম্ভাবনা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। এ কেন্দ্র সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়- কুয়াশা থাকার কারণে ভোটার সংখ্যা একেবারেই কম। তবে অন্যান্য ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াশা কাটলেই বাড়বে ভোটারের উপস্থিতি।
আব্দুল মালেক নামে মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা জানান, এলাকাটি গ্রামাঞ্চল হয় এখানকার মানুষ দেরিতে সকালের নাস্তা করেন। তারপরেও কুয়াশার কারণে এখানকার লোকজন ভোট দিতে আসছেন না।
তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে। তবে এখন কেন্দ্র ফাকা থাকায় ভোট দিতে কোন সমস্যা হচ্ছে না।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ আলী জানান, সকাল সকাল ভোটের উপস্থিত কম। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়বে ভোটার সংখ্যা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাগঞ্জের তিনটি আসনে মোট ১৬ প্রার্থী রয়েছেন। তিনটি আসনে ৭টি রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী রয়েছেন। জেলার তিনটি আসনেই আওয়ামী লীগ ও বিএনএফের প্রার্থী, জেলার দুটি আসনে জাতীয় পার্টি ও ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির প্রার্থী রয়েছেন।
আরও জানা যায়, বিএনএম, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস দলের একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন। মোট জেলার দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩ জন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/