ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীণ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। “ইতিহাস ঐতিহ্য রক্ষায় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধসহ মৌলবাদি সাম্প্রদায়িক শক্তির আস্ফালন রুখে দাঁড়ানোর আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে “প্রগতিশীল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুষ্টিয়ার ব্যানারে” এ প্রতিবাদি মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বুলবুলে সভাপতিত্বে মানববন্ধনে কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
বক্তারা বলেন, দেশব্যাপী মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সাম্প্রদায়িক মৌলবাদি রাজাকার আলবদর আলসামস বাহিনীর দোসররা আরও বেশী আস্ফালনে বেপরোয়া হয়ে উঠেছে। তারা স্বাধীনতার লাল পতাকাকে খামছে ধরেছে। দেশব্যাপী এরা মুর্তি ধ্বংসের ধুয়া তুলে আবহমানকালের বাঙালী শিল্প, সংস্কৃতির ঐতিহ্য ভাস্কর্য্য শিল্পকে গ্রাস করার পায়তারা করছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, শুক্রবার জুম্মার নামাজে খুৎবা পাঠে বিভিন্ন মসজিদে ভাস্কর্য অপসারণের দাবিতে উস্কে দেয়া হয় সরল প্রাণ মুসুল্লিদের।