ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে আদালত। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রত্যয়ন না করার জন্য সেখানকার আদালতে দায়ের করা আবেদন আগেই খারিজ করেছিল আদালত। মঙ্গলবার সুপ্রিমকোর্টও নিরাশ করেছে ট্রাম্পকে। খবর রয়টার্সের।
স্থানীয় আদালতে হেরে এ মামলার আপিল নিয়ে ট্রাম্প শিবির সুপ্রিম কোর্টে গিয়েছিল। ট্রাম্পের আশা ছিল, সুপ্রিম কোর্টে তার নিয়োগ দেওয়া তিনজন রক্ষণশীল বিচারপতির আনুকূল্য পাবেন। কিন্তু সুপ্রিম কোর্ট ট্রাম্প শিবিরের মামলাটি খারিজ করার ফলে ট্রাম্প আরেকটা বড় ধাক্কা খেলেন।
নির্বাচনী আইনে নিরাপদ সময় হিসেবে ৮ ডিসেম্বরের কথা উল্লেখ রয়েছে। অঙ্গরাজ্যগুলোকে এই তারিখের মধ্যে নির্বাচনী সব বিরোধ নিষ্পত্তির নির্দেশনা দেওয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে ২০ জানুয়ারি তারিখকে নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়ার জন্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে।
এদিকে জর্জিয়া, অ্যারিজোনা ও উইসকনসিন অঙ্গরাজ্যের একাধিক মামলা ৮ ডিসেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়নি। সর্বশেষ টেক্সাস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন অন্য চার অঙ্গরাজ্যের ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এই পদক্ষেপকে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া বা সময়ক্ষেপণের আরেকটি হীন প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।
৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে অঙ্গরাজ্য থেকে পাওয়া ইলেক্টোরাল ভোট খোলা হবে। এমন যৌথ অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট। ইংরেজি বর্ণের আদ্যক্ষরের ক্রমানুসারে কংগ্রেস ও সিনেটের দুজন নিয়োগ করা কর্মকর্তা অঙ্গরাজ্য থেকে আসা ফলাফল পাঠ করে শোনানোর কথা রয়েছে।