ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও ভ্যান গাড়ির অবৈধ স্ট্যান্ড। এতে বাসচালক, বাসের যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগে পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কের দুপাশে যেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামানো করা হয় সেখানেই সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও ভ্যান পার্কিং করে রাখা হয়েছে। দূরপাল্লার গাড়িগুলো মহাসড়কে দাঁড়িয়েই যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে এবং গাড়িতে ওঠাচ্ছে।
বাসচালক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতার কারণে বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও ভ্যান পার্কিং করে রাখা হয়েছে। এ কারনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুকি।
রাজশাহীগামী বাসের যাত্রী শাপলা খাতুন বলেন, এটিতো বাসস্ট্যান্ড না সিএনজি স্ট্যান্ড। দেখছেন না সিএনজির ফাঁক দিয়ে ফাঁক দিয়ে এসে বাসে চড়া লাগিচ্ছে। সাথে বেডিংপত্র থাকলেতো আর বিপদ।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী বলেন, আমরা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছি। পুলিশের গাড়ি গেলেই বাসস্ট্যান্ড ফাঁকা হয়ে যায়। আবার তারা বাসস্ট্যান্ড দখল করে। আমরা বিভিন্ন ভাবে প্রচারণা করেও চালকদের সতর্ক করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, এ বিষষে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews