ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ’শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-এ প্রতিপাদ্যের উপর আলোচনা ও সফল মা’দের বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রোববার (১২ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক নূরুল ইসলাম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও নাচোল রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম বাবু।
সভায় প্রধান আলোচক সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকার জানান, যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন। অ্যানা জারভিস এর মৃত্যুর পর তার মেয়ে অ্যানা এম জারভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের লক্ষে ১৯০৮ সালে তার মা যে গীর্জায় উপাশনা করতেন সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘মা’ দিবসের সূচনা করে। সেই থেকে সারা বিশ্বে ১২মে বিশ্ব মা দিবস পালিত হয়ে আসছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews