ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ১৬০ পিচ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আল মামুন (২৯) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার সন্ধা ৭ টার দিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মামুন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন রুপনাই গাছপাড়া এলাকার মৃত দুলাল মোল্লার ছেলে।
র্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মশিউর রহমান, পিএসসি ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে একটি দল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন কোরবানের খাল (খুকনী) বাজারস্থ আনোয়ার হোসেন (৬৪) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আল মামুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।