ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যাক্তিদের দমাতে গণহারে গ্রেফতার করে বিভিন্ন মামলায় আটক করে সরকার। এবার সেই সরকার পতনের একদিনের মাথায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত আন্দোলন ও বিভিন্ন মামলায় যাদের আটক করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতির প্রেস উইং। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয় এবং দ্বাদশ সংসদ ভেঙ্গে দেওয়া হয়।
এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সেনাপ্রধান ওয়াকার উজ-জামান জাতির উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew