ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সদ্য কারামুক্ত বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান জিয়াকে বরণ করলেন নেতাকর্মীরা।
এ উপলক্ষে বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চার’টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন।
বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কারা নির্যাতিত বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান জিয়া।
এর পর উপজেলা সদর ভবানীগঞ্জ আলু হাটিতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, সভাপতি শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার প্রমুখ।
পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতা কর্মীরা কারা নির্যাতিত নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সভা থেকে সবাইকে শান্ত থাকার আহবান জানান ডিএম জিয়া।
তিনি আরও উল্লেখ করেন, আগামীতে যাকেই বিএনপির মনোনয়ন দেয়া হোক না কেন তার হয়ে সকলকে কাজ করতে হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew