ধূমকেতু প্রতিবেদক, নাচল : ছাত্রজনতার বিজয়ের আগে বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালুর প্রথম দিনে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ৫ টি ট্রেন ছেড়ে যায়।
মঙ্গলবার সকাল ৬ টায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস,সকাল ৮-৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জগামী লোকাল,দুপুর ১২ টায় রাজশাহীগামী কমিউটার, বিকেল ৫ টায় ঈশ্বরদীগামী কমিউটার ও সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজশাহীগামী লোকাল ট্রেন ছেড়ে যায়।
বেশ কয়েকদিন ট্রেন চালুর প্রথমদিনে যাত্রী সংখ্যা কম হলেও আগামী কয়েকদিনে তা স্বাভাবিক হয়ে যাবে বলে যাত্রীরা আশা প্রকাশ করেছেন। রহনপুর স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম জানান,রহনপুর রেলস্টেশন থেকে মঙ্গলবার নির্বিঘ্নে ৫ টি ট্রেন যথাসময়ে ছেড়ে যায়। যাত্রী ও রেলস্টেশনের নিরাপত্তায় রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী নিয়জিত ছিল।
এছাড়া, সেনাবাহিনীর একটি দল রেলস্টেশন পরিদর্শন করেছে। এদিকে, দীর্ঘ বিরতির পর ট্রেন চালুর প্রথমদিনে স্থানীয় শিক্ষার্থীদের সংগঠন জেডএনের সদস্যরা রেলস্টেশন প্লাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও যাত্রীদের টিকেট চেকিং ও বিনা টিকেটে রেলভ্রমন না করার অনুরোধ জানায়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew