ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের আমের বাগানে নিয়ে যেয়ে চানাচুর বিস্কুটের লোভ দেখিয়ে একা পেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণের অভিয়োগ উঠেছে ইউসুফ আলী (৬৫) উপরে এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা আটটার দিকে ভিকটিমের মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল আটটার দিকে শিবগঞ্জ উপজেলার দাই পুকুরিয়া ইউনিয়নের ০৮নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামে ভিকটিমের নিজ আম বাগানে ধর্ষণের ঘটনা ঘটে।
আসামি ইউসুফ আলী দাইপুকুরিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের দাই পুকুরিয়া সরকারপাড়া গ্রামের মৃত মোরশেদ আলী ছেলে। তিনি সম্পর্কে ভিকটিমের চাচা হন বলে জানা যায়।
ভিকটিমের মা জানান, আমার মেয়ে বাঘ প্রতিবন্ধী সে কখনো কথা বলতে পারে না কোন কিছু খেতে চাইলে ইশারাই বলে আমার মেয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছে আম বাগানের দিকে খেলাধুলা করে আমার মেয়ের বয়স ১৬ বছর আমার মেয়ের উপরে এরকম নির্যাতন কেন হল এটার আমি সুষ্ঠু বিচার চাই।
তিনি আরও বলেন, আসামি ইউসুফ আলী প্রায় আমার মেয়েকে বিস্কুট চানাচুর কিনে দিত আমি ইতিপূর্বেও তাকে বলেছিলাম আমার মেয়েকে কেন দিচ্ছেন উনি বলেছিল বাক প্রতিবন্ধী বলে তাকে কিনে দিত তার সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, বুধবার সকালে ওই মেয়েটির বিষয়ে গ্রামবাসী আমাকে ফোন দিয়ে বলেছে। যেহেতু এটি আইনি বিষয় তাই আমি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি।
শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুকুমার দেবনাথ জানান, বুধবার রাতে ওই তরুণীকে নিয়ে তার মা থানায় এসে লিখিত অভিযোগ দেন। তখনই অভিযোগটি নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেরের জন্য অভিযান চলছে। মেডিকেল রিপোর্টের জন্য বৃহস্পতিবার সকালে ভিকটিমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew