ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মাঝে তীব্র উত্তেজনার মধ্যে দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের ১০টিরও বেশি এলাকায় বিমান হামলা চালিয়েছে।
ইসরাইলি বাহিনী ঘোষণা করেছে, বৃহস্পতিবার রাতে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইল দাবি করছে, হিজবুল্লাহর অস্ত্র গুদাম, সামরিক অবকাঠামো এবং একটি লঞ্চ প্যাডে হামলা চালানো হয়েছে।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, লেবাননের কাফার কিলা, কাওথারিয়াত আল-সিয়াদ, রামইয়া, জিবকিন, আইতা আল-শাব, মাহাইবিব, কাফার চুবা এবং শেবা ফার্মকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলায় সম্ভাব্য প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে প্রায় নিয়মিতভাবে হামলা চালাচ্ছে। এর মধ্যে গত ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহর সামরিক কমান্ডার এবং সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর উপদেষ্টা ফুয়াদ শুকুরকে শহীদ করে ইসরাইল। হিজবুল্লাহ বলেছে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew