ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীর বাগমারা উপজেলার চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গনিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ইনসান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য নাজমুল হক, নাইম, মাহতাব আলী ও মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে এবং পদত্যাগের দাবি করেন। এমন ঘটনায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ে হাজির হন।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যারা ওই প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেছেন তারা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মোটা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করেছেন। তাদের কথার বাইরে কোন শিক্ষকের কথা বলার সাহস হয়ে উঠেনি। নিয়োগ বাণিজ্য করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিলেও তারা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করেননি। সম্প্রতি শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশ ছাড়লে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির পদকে বাতিল করে। এরপরই বিভিন্ন অনিয়মের দায় বাধে প্রতিষ্ঠান প্রধানের ঘাড়ে। সভাপতির খোঁজ না থাকলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কিছু স্বার্থলোভী মহল। এরই ধারাবাহিকতায় চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, তিনি কোনো অনিয়ন বা দুর্নীতি করেননি। তিনি গনিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এ কারণে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা ষড়যন্ত্র করে তাকে সাময়িকভাবে বরখাস্ত করিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কিছু লোকজন স্কুলে এসে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে আমরা স্কুলে এসে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে পরিস্থিতি স্বাভাবিক করি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew