IMG-LOGO

মঙ্গলবার, ১লা অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতিতানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা বরাদ্দের টাকা তছরুপগোদাগাড়ীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূলে বীজ ও সার বিতরণচাঁপাইনাবগঞ্জে১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবীরতিচাঁপাইনবাবগঞ্জে একদফা দাবিতে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি পালননিয়ামতপুরে ভুমিদস্যুদের তৎপরতায় আতঙ্কে ভুমিহীন পল্লীর বাসিন্দারাইসরাইলকে থামাতে জাতিসংঘকে পরামর্শ দিলেন এরদোগানইয়েস বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছে চারা বিতরন ও রোপন কর্মসূচিঅভিনেত্রী জ্যোতির নিয়োগ বাতিল করলো মন্ত্রণালয়রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সাক্ষাৎনওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিতরোটাএ্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্মেন্ট কলেজের শরৎ উৎসব উদযাপনমিরপুরে বজ্রপাতে এক কিশোর নিহতগোমস্তাপুরে দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> তানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা বরাদ্দের টাকা তছরুপ

তানোরে ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা বরাদ্দের টাকা তছরুপ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : সারোয়ার হোসেন, তানোর: রাজশাহীর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ ইউপির উন্নয়ন সহায়তা তহবিল বরাদ্দের টাকা তছরুপ করেছেন চেয়ারম্যান ও সচিবরা বলে অভিযোগ উঠেছে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে বরাদ্দ গুলো তাদের দোসর ইউপির চেয়ারম্যানরা মহা আনন্দে হরিলুট করেছেন। একই প্রকল্প বারবার দেখিয়ে বরাদ্দের পুরো টাকায় লোপাট করেছেন আ”লীগ পন্থী চেয়ারম্যানরা বলে একাধিক সুত্র নিশ্চিত করেন । ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের অপসারণের আগে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ইউপি সদস্যরা।

জানা গেছে, প্রতি অর্থ বছরে দুই ধাপে উন্নয়ন সহায়তার বরাদ্দ দেয়া হয় ইউনিয়ন পরিষদ গুলোতে। বিগত ২০২৩-২৪ অর্থ বছরের শুরুর দিকে প্রথম বরাদ্দ এবং জুন মাসে দ্বিতীয় বরাদ্দ দেয়া হয়। উপজেলার সাত ইউনিয়নে এসব বরাদ্দ ভূয়া ভূয়া প্রকল্প দেখিয়ে লোপাট করেন সাবেক এমপি ফারুক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নার আশীর্বাদ পুষ্ট চেয়ারম্যান রা। এমনকি বরাদ্দের ৪০% টাকা আগেই কেটে নিতেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ কর্তা বাবুরা বলেও অভিযোগ রয়েছে। শুধু উন্নয়ন সহায়তার বরাদ্দ না, টিআর, কাবিখা ও বিশেষ বরাদ্দ থেকেও কাটা হত ৪০% করে টাকা বলেও সুত্র নিশ্চিত করেন। প্রথম কিস্তিতে উপজেলার কলমা ইউনিয়ন পরিষদে ৯ লাখ ১০ হাজার ৯০০ টাকা, বাঁধাইড় ইউপিতে ৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা, পাঁচন্দর ইউপিতে ৭ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা, সরনজাই ইউপিতে ৩ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা, তালন্দ ইউপিতে ৪ লাখ ৬১ হাজার ১০০ টাকা, কামারগাঁ ইউপিতে ৭ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা ও চান্দুড়িয়া ইউপিতে ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। প্রথম কিস্তির বরাদ্দের টাকা অর্থ বছরের শুরুতে দেয়া হয়। দ্বিতীয় কিস্তির বরাদ্দ অর্থ বছরের শেষ মাস জুনে দেয়া হয়। প্রথম কিস্তির বরাদ্দের চেয়ে প্রতিটি ইউপিতে ৩০ হাজার টাকা করে বাড়তি বরাদ্দ দেয়া হয়।

উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয় ইউপির চেয়ারম্যান আ”লীগের একজন বিএনপির। তবে ছয় ইউপির মধ্যে কলমা ইউপির চেয়ারম্যান সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিরোধী। বিশেষ করে বাঁধাইড়, পাঁচন্দর, তালন্দ, কামারগাঁ ও চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যানরা সাবেক এমপির আশীর্বাদ পুষ্ট । এ পাঁচজন চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন বরাদ্দ দিয়ে লোপাট করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান। বিশেষ করে বাঁধাইড়, পাঁচন্দর, তালন্দ,চান্দুড়িয়া ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান কোন কিছুর তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে সব বরাদ্দ গিলেছেন। তারা কোন মেম্বার কে কোন ধরনের প্রকল্প দিতেন না। এমনকি কখন কোন বরাদ্দ এসেছে সেটাও জানার কোন অধিকার ছিল না মেম্বার দের। তারা ইউনিয়ন পরিষদের একক ক্ষমতা ধর ছিলেন।

একাধিক মেম্বারেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরাও ভোটের মাধ্যমে পরিষদে এসেছি। জনগণের কাছে আমাদেরও দায়বদ্ধতা আছে। কিন্তু চেয়ারম্যানরা সবকিছু ইচ্ছে মত করেছেন। চেয়ারম্যানের কথায় পরিষদে শেষ কথা। তাদেরকে বিভিন্ন ভাবে অনিয়ম করাতে বদ্ধ পরিকর ছিলেন সচিবরা।

কামারগাঁ ইউপি বেশ কিছু মেম্বারেরা জানান, গত অর্থ বছরের শুরুতে প্রথম কিস্তির বরাদ্দের বিষয়ে প্রয়াত চেয়ারম্যান ফরহাদ অবগত করে নিজেই কাজগুলো করেছিলেন। নামমাত্র কাজ করে পুরোটাই লোপাট করেছেন। কিন্তু দ্বিতীয় কিস্তির বরাদ্দের আগে বা গত বছরের ৩০ এপ্রিলে মারা যান ফরহাদ। তারপর থেকে কাউকে চেক পাওয়ার দেয়া হয়নি। গত জুন মাসে দ্বিতীয় কিস্তির ৭ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা ইউনিয়ন পরিষদের একাউন্টে জমা হয়। ওই সময়ের সচিব আব্দুর রাজ্জাক বলেছিলেন দ্বিতীয় কিস্তির টাকা পরিষদের একাউন্টে জমা হয়েছে। কিন্তু চেয়ারম্যান না থাকার কারনে টাকা উত্তোলন করা যায় নি। প্যানেল চেয়ারম্যান কে কাজ করতে দেয়নি বাকি মেম্বারেরা। তিনি অবশ্য বদলি হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাদ্য হন স্বৈরাচার হাসিনা। তারপর থেকে দেশ সংস্কার কাজে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগকে কাজে লাগিয়ে উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সহায়তায় বিনা ভোটের চেয়ারম্যান কামারগাঁ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টুর শপথের ব্যবস্থ করেন। শপথ নিয়েই দ্বিতীয় কিস্তির উন্নয়ন সহায়তার বরাদ্দের টাকা একাউন্ট থেকে তুলে নেই। তার শপথ ও ইউপির চেয়ারে বসা নিয়ে ইউপি বিএনপি সহ সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচন বাতিল হওয়ার পর কিভাবে শপথ নেয় জানতে চাইলে নির্বাচন অফিসার কামরুজ্জামান এটা ধারাবাহিকতা বলে উড়িয়ে দেন। অবশ্য এই কর্তা সাবেক উপজেলা চেয়ারম্যান ময়নার নিকট আত্মীয় বলে পরিচয় দিতেন।

তবে বিনা ভোটের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুর মোবাইলে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

উন্নয়ন সহায়তা বরাদ্দ বিষয় ও কাজ নিয়ে বাঁধাইড় ও পাচন্দর ইউপি চেয়ারম্যান কোন মন্তব্য করেননি।

কিন্তু তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবুর কাছে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি জানান কাজ করা হয়েছে। কবে দরপত্র আহ্বান করা হয়েছে কোন ঠিকাদার কাজ করেছে প্রশ্ন করা হলে মোটরসাইকেল যোগে সটকে পড়েন। তবে তার সচিব সাব জানিয়ে দেয় আমিও তেমন কিছুই জানিনা, কিন্তু বরাদ্দের কোন হুদিস নেই।

বিগত ২০১১ সাল থেকে চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান ইউপি আ”লীগ সভাপতি মজিবুর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ওই সময় থেকে অদ্যবদি কোন বরাদ্দের কাজ না করে লুটে খেয়েছেন তিনি। কারন উপজেলা আ”লীগের শীর্ষ নেতাদের তিনি তটস্থ করে রাখতেন। ইচ্ছমত লোপাট করেছেন তিনি।

সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, বরাদ্দ তো পেতাম না, যেগুলো পেতাম আ”লীগ পন্থী মেম্বারদের মাধ্যমে কাজ করতে হত। বরাদ্দের পুরো কাজ হয়েছে। কিন্তু দরপত্র ও ঠিকাদারের বিষয়ে কিছুই বলেন নি তিনি।

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিনহাজুল ইসলামকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন সবে যোগদান করেছি, ফাইল পত্র দেখে নিয়ম অনুযায়ী কাজ না হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031