IMG-LOGO

শুক্রবার, ১১ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে বাজার মনিটরিং-এ উপজেলা প্রশাসনমান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগানমান্দায় জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১২পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত: দুজনকে আটক করেছে পুলিশদেশ ছাড়ার আগে শ্রোতাদের জানান গণহারে তাফসির প্রোগ্রাম করবেন না আজহারীলেবাননের জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলাধামইরহাটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিতধামইরহাটে নওগাঁ জেলা প্রশাসকের পূজামন্ডপ পরিদর্শনসকল সবজির দাম সেঞ্চুরি পারট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ২পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০প্রবাস থেকে ফিরে আসাদের বিষয়ে সতর্ক করলেন : রিজভীপোরশায় বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে ৩১টি মন্ডপে হচ্ছে দুর্গাপূজারাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত: দুজনকে আটক করেছে পুলিশ

পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত: দুজনকে আটক করেছে পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- গান পরিবেশনকারী শহিদুল ইসলাম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। শহিদুল নগরীর তানজীমুমুল উম্মাহ মাদরাসা ও নুরুল করিম দারুল ইফরান মাদরাসার শিক্ষক।

আজ শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন।

পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, গতকাল জেএম সেন হলের পূজামণ্ডপে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ইসলামি গান গাওয়া নিয়ে ফেসবুকে বেশ সমালোচনা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির একদল শিল্পীকে অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য অনুরোধ করে। তার অনুরোধে শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০, রনি (২৮) ও গোলাম মোস্তফা ও মো. মামুন (২৭) দুইটি পরিবেশন করেন। সেখানে একটি গানের ভাষায় শব্দ চয়ন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বলে প্রতীয়মান হয়। পরে পুলিশ এ ঘটনায় তৎপর হন এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

তিনি বলেন, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অপতৎপরতার কোনো উদ্দেশ্য আছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন জেএম সেন হলের পূজামণ্ডপে ছয়জন মঞ্চে উঠে ইসলামি গান পরিবেশন করেন। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এমন সঙ্গীত পরিবেশনা করেছেন। যদিও শিবির এক বিবৃতিতে বলেছে, এই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। যারা গান পরিবেশন করেছেন তাদের সঙ্গে শিবিরের সম্পর্ক নেই।

গান পরিবেশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ওই পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, মণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেএম সেন হল পূজামণ্ডপে কালচারাল প্রোগ্রাম ছিল। পূজা উদযাপন কমিটির অন্যতম সদস্য সজল দত্তের আহ্বানে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গান পরিবেশন করতে মঞ্চে ওঠে। সংগঠনটি শাহ্ আবদুল করিমের লেখা বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং চৌধুরী আবদুল হালিমের লেখা ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’-শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান-গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news