ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : কেক থেকে মাসে ৫০ হাজার টাকা আয় করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সফল উদ্যোক্তা জান্নাতুন নেছা কনা। এক সময় সখের বসে কেক তৈরি করা শিখলেও এখন এটিই তার প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে।
এ কেক তৈরি ও বিক্রি থেকে তার মাসে ৫০ হাজার টাকা আয় হচ্ছে। জান্নাতুন নেছা কনা বরেন্দ্র বিশ^বিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রী গ্রহণ করেও চাকুরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। এ স্বপ্ন নিয়ে সখের বসে তিনি ছোট পরিসরে কেক তৈরি ও বিক্রি শুরু করেন।
এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার কেকের নান্দনিক ডিজাইন ও স্বাদ নজর কাড়ে ক্রেতাদের। প্রতিদিন সরাসরি ও তার কনাস ড্রিম পেজে অনলাইনে অনেক কেকের অর্ডার আসে।
শিক্ষায় উচ্চ ডিগ্রী নিয়েও চাকুরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়া জান্নাতুন নেছা কনা বলেন, আমাদের দেশে অনেক ছেলেমেয়ে সরকারি চাকুরির পেছনে ঘুরে চাকুরি না পাওয়ায় হতাশ হয়ে পড়েন, তারা হতাশ না হয়ে উদ্যোক্তা হয়েও স্বাবলম্বী হতে পারেন।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew