ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রজননক্ষম মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভোলার তজুমদ্দিনে জেলেদের নিয়ে ঘাট সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সুইজগেট মৎস্য ঘাটে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে ঘাট সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলছে। আপনারা-আমরা সবাই সরকারের অংশ তাই নিষিদ্ধ সময়ে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। তাহলেই আজকের ইলিশের পোনা বড় হয়ে আগামীদিনে আমাদের আমিষের চাহিদা পুরণ করবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা মৎস্য দলের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ খোকন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল-আমিন। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ৩ নভেম্বর পর্যন্ত সরকার ঘোষিত ২২দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/