ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় স্বাস্থবিধি মেনে সীমিত আকারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা করা হয়।
এছাড়াও দিবসটিতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ কর্মকর্তা বৃন্দ অংশ গ্রহণ করেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দিবসটি উপলক্ষ্যে সরাইগাছি মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এতে নেতৃত্বদেন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ সভাপতি ওবাইদুল্লাহ্ শেখ ও আবু হেনা মোস্তফা কামাল বাদল, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, দপ্তর সম্পদক ও ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কবি শরিফুল ইসলাম, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটি উপলক্ষ্যে স্বাস্থবিধি মেনে সীমিত আকারে দিবসটি পালন করেন।