ধূমকেতু প্রতিবেদক,নাটোর : দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নআয়ের মানুষ দিন দিন বেশি বিপদে পড়ছেন। অনেকেই দু’বেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন। কেউ চাল কিনতে পারলেও সবজি বা অন্যান্য পণ্য কিনতে পারছেন না। গরুর মাংস তো তাদের জন্য প্রায় অসম্ভব। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে, নাটোরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, ‘স্বার্থরক্ষা’ কমিটি কম দামে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৭টা থেকে শহরের মাদরাসা মোড়ের জনতার বাজারে ৬৪০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষ এবং নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সস্তায় গরুর মাংস পাওয়ার সুযোগ সৃষ্টি করা। ৬৪০ টাকা কেজি দামে এই মাংস বিক্রি করা হচ্ছে, যেখানে জনতার বাজার থেকে ২৫০ গ্রাম থেকে শুরু করে, একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন।
সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার এই বাজার খোলা থাকবে এবং পরবর্তীতে এ কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর আগে, জনতার বাজারে সস্তায় সবজি বিক্রির উদ্যোগও শুরু হয়েছিল। রিকশাচালক আনিস বলেন, “বাজারের তুলনায় এখানে গরুর মাংস অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সাধারণ বাজারে ৭৫০ টাকায় বিক্রি হলেও, এখানে ৬৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বিশেষ করে ২৫০ গ্রাম মাংস বিক্রি হচ্ছে, যা সবার পক্ষে কেনা সম্ভব। মাংস কিনতে আসা রবিউল বলেন, “এখানে ২৫০ গ্রাম মাংসও বিক্রি হচ্ছে, যা খুবই ভালো উদ্যোগ। এতে করে নিম্নআয়ের মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ মাংস কিনে পরিবার নিয়ে খেতে পারবেন। আরেক ক্রেতা স্বপন বলেন, “গরুর মাংসের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ মাসে একবারও কিনতে পারে না। কিন্তু এখানে ১০০ টাকা কমে কেজি প্রতি মাংস বিক্রি হচ্ছে। এটি এক ভালো উদাহরণ। কেউ ২৫০ গ্রাম মাংস চাইলেও কিনতে পারছেন, এতে করে সিন্ডিকেট ভেঙে যাবে। স্বার্থরক্ষা কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয় ঢাকা মেইলকে বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল সিন্ডিকেট ভাঙা এবং সাধারণ মানুষ যাতে সল্পমূল্যে গরুর মাংস কিনতে পারে, সে জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এখানে একজন ক্রেতা ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। আমরা সপ্তাহে মঙ্গল ও শুক্রবার এ বাজার চালু রাখব এবং পরবর্তীতে কার্যক্রম বাড়ানোর চেষ্টা করব।