IMG-LOGO

মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লালপুরে নজরুল নগর মডেল কলেজেরএকাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপননিয়োগ দেওয়া ডিলার পাঁচ দিন পর বাতিল করলেন প্রশাসন,প্রতিবাদে মানববন্ধনসাংবাদিক আজগরের পিতার মৃত্যুতে ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির শোকরাণীনগরে বিএনপি নেতার ইন্তেকালঅসামাজিক কাজে ধরা সার্জেন্ট সবুজকে প্রত্যাহারনিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২শ্যালিকা বউ ও বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিদাবি না মানলে কাল মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের‘আমরা চায় না হাসিনা আবার ফিরে আসুক’আ.লীগ উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন্ শেখ হাসিনার কাছে জবাব চান, কেন পালালেননিউইয়র্কে ছুরিকাঘাতে ২ জনের প্রাণহানী‘আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে’টিভিতে আজকের খেলামহাদেবপুরে নদীর পাড়ে মিললো নবজাতকের লাশরাশিফল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়োগ দেওয়া ডিলার পাঁচ দিন পর বাতিল করলেন প্রশাসন,প্রতিবাদে মানববন্ধন

নিয়োগ দেওয়া ডিলার পাঁচ দিন পর বাতিল করলেন প্রশাসন,প্রতিবাদে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর বদলগাছীতে নিয়োগ দেওয়া ডিলারকে বাতিল করার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ নীতিমালা অনুসারে নিয়োগ দেওয়ার পাঁচ দিনের মাথায় আবার বাতিল করলেন খাদ্য বান্ধব কমিটির সভাপতি মাহাবুব হাসান ও জেলা খাদ্যবান্ধব কমিটি। উপজেলার নির্বাহী অফিসারের যোগসাজশে বাতিল করা হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এর প্রতিবাদে নিয়োগপ্রাপ্ত ডিলারসহ উপজেলার সর্বস্তরের প্রায় ৮শত জনগণ উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।


মঙ্গলবার ১৯ নভেম্বর উপজেলার পরিষদের সামনের রাস্তায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে তারা ইউএনও’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তার কার্যালয় ঘেরাও করতে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।


এর আগে গত সোমবার ১৮ নভেম্বর খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা: সাবরিন মোস্তারীর স্বাক্ষরিত নোটিশে নিয়োগ বাতিলের বিষয়টি জানতে পারেন সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলাররা। এরপর তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অপরদিকে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে যান উপজেলার ৭ হাজার ৭ শত ৫৫ জন উপকারভোগী।


সদ্য নিয়োগ পাওয়া ডিলার তরিকুল ইসলাম হালিম, আজাদুল ইসলাম, ইমাম হোসেন, ওবাইদুল ইসলাম ও সাজ্জাদসহ অন্যান্য ডিলাররা বলেন, অভিযোগের প্রেক্ষিতে গত ৭ নভেম্বর উপজেলা খাদ্যবান্ধব কমটি ৮ ইউনিয়নের পূর্বের ১৬টি ডিলারকে বাতিল করে দেন ।
এরপর নতুন করে খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ৬৬ জন ব্যক্তি আবেদন করেন।

এরমধ্যে কাগজ পত্রে ত্রুটিযুক্ত ২৭টি আবেদন বাতিল হয়। পরে ৩৯ টি আবেদনের মধ্যে নীতিমালার আলোকে সরেজমিনে গিয়ে যাচাইবাছাই শেষে ১৫ জন ডিলারকে নিয়োগ দেওয়া হয়। এবং ১২ নভেম্বর উপজেলায় নোটিশ বোর্ডে সেটি টানানো হয়।


এবং শতভাগ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে ইউএনও ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বক্তব্য নিয়ে নিউজ প্রকাশিত করেন।

এরপর আমরা ১৬ নভেম্বর টাকা জমা দেওয়ার জন্য খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে গিয়ে অনুমতি চাইলে তিনি অনুমতি দেননি। পরের দিন ইউএনও’র কাছে গেলে তিনি ঝামেলা আছে বলে জানান। এরপর হঠাৎ করে জানতে পারি আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। মাত্র পাঁচ দিনের মাথায় আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। তাহলে কেন নিয়োগ দেওয়া হলো আবার কেন বাতিল করা হলো। এই তালবাহানা করার উদ্দেশ্য কি? তারা অভিযোগ করে বলেন, উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহাবুব হাসানের যোগসাজশে ও অবহেলার কারণে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব।


জানতে চাইলে দায়সারাভাবে জবাব দিলেন উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা: সাবরিন মোস্তারী বলেন, যারা নিয়োগ পায়নি তাদের মধ্য ২জন ব্যক্তি ও ৫ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ের আবেদনে অভিযোগের প্রেক্ষিতে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছিল। উনারা আরও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পূর্বের নিয়োগ বাতিল করেছেন। এবং আমাদেরকে লটারির মাধ্যমে নিয়োগ দিতে বলেছেন। তাহলে আপনারা যাচাই-বাছাই করে যে ১৫ জনকে নিয়োগ দিয়েছেন সটি কি অস্বচ্ছতা ভিত্তিতে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমরা উপজেলা খাদ্যবান্ধব কমিটি সরেজমিনে যাচাই-বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে ঐ ১৫ জনকে নিয়োগ দিয়েছিলাম। এখানে কোন অস্বচ্ছতা হয়নি।


এদিকে উপকারভোগী সিদ্দিক, হেলাল, বাচ্চুসহ প্রায় ২০/২৫ জন জানালেন আমরা প্রায় দুই মাস থেকে কোনো চাল পাচ্ছি না। বর্তমানে বাজারে চালের দাম অনেক বেশি। আমরা গরীবরা ওই চাল পেলে অনেক উপকার হয়। কারো তালবাহানার খেসারত আমরা উপকারভোগীরা দিতে যাব কেন?


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান দায়সারাভাবে বলেন, জেলায় অভিযোগের ভিক্তিতে নিয়োগ টি স্থগিত করা হয়েছে। তারা পুন:তদন্ত করে ডিলার নিয়োগ করার নির্দেশনা দিয়েছে। যাচাই-বাছাই ত্রুটি বা কাদের অভিযোগে নিয়োগ বাতিল হলো জানতে চাইলে তিনি বলেন, উপজেলা এবং জেলায় অভিযোগের ভিক্তিতে নিয়োগ স্থগিত করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930