ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে নগরীর বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর টুটুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
গত ১৭ নভেম্বর রোববার আইনি আশ্রয় ও কর্তৃপক্ষের নিকট সুবিচারের দাবিতে বিষয়টি নিয়েও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তি সাবেক সেনা সদস্য সুজাউদ্দৌলা।
তিনি বলেন, তিনি তেরোখাদিয়া ডাবতলার মোড় এভারগ্রীণ টাওয়ারের সভাপতি ও অবসারপ্রাপ্ত একজন সেনা সদস্য। বিগত ২০২১ সালে ২৭ জন মিলে ১৪ নম্বর ওয়ার্ড ডাবতলা এলাকার তেরোখাদিয়া মোজার ১৫৬ আরএসএস খতিয়ানের ১নং দাগে ১২৮০ শতাংশ জায়গা ক্রয় করেন।
গত ১৬ নভেম্বর ওই জমিতে বিল্ডিং তৈরির উদ্দেশ্যে মাটি কাটার কাজ শুরু করলে সাবেক কাউন্সিলর টুটুল, তার বোন শাহানাজ বেগম, তাজমা বেগমসহ ২০/২৫ জন লোক জমিটিতে পাইলিং করার সময় এসে আমার নিকট মোটা অংকের টাকার চাঁদা দাবি করে।
আমি তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ভবন তৈরির কাজ বন্ধ করে হৈ চৈ শুরু করে ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এমনকি আমাকে শারীরিকভাবে হেনস্তা করে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে আমি রাজপাড়া থানায় একটি অভিযোগ করি। এর আগেও তারা আমার নিকট একাধিকবার চাঁদার দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা নাদিলে এক সময় জমিটি তাদের বলে দাবি করে আমার সাথে ঝামেলা করতে থাকে তারা।
এ ঘটনায় কোর্টে একটি মামলাও দায়ের করেছি। সেখানে তারা কোনোরকম তাদের পক্ষে মালিকানার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি।
যার পরিপ্রেক্ষিতে বর্তমানে তারা জোরপূর্বক জমির কাজ বন্ধ করে দিতে চাইছে। তাদের দাবিকৃত ২০ লাখ টাকা দিলে তারা ঝামেলা করবেনা বলে তৃতীয় মাধ্যমের মাধ্যমে বলছেন।
সুজাউদ্দৌলার কৃয়কৃত জমিটির কাগজপত্রে দেখা গেছে, নগরীর উপকণ্ঠে তেরখাদিয়া মৌজার ১৫৬ নং আরএসএস খতিয়ানের ১ নং দাগে ১২৮০ শতাংশ জমি ক্রয় করেন। তিনি জায়গাটির মূল মালিক মকবুল মন্ডল, ময়েন উদ্দীন ও সুখিয়ান বেওয়ার ওয়াররিশদের নিকট থেকে পৃথক পৃথক সময়ে ক্রয় করেন।
সুজাউদ্দৌলা বলেন, জায়গাটি ১৯৭৬ সালে ওয়ারিশদের নিকট থেকে জামাল উদ্দীন, ১৭৭৯ সালে জামাল উদ্দীনের নিকট থেকে সোনাভান এবং সোনাভানের ওয়ারিশের নিকট থেকে ২০২১ সালে তিনি (সুজাউদ্দৌলা) জমিটি ক্রয় করেন।
এরপর তিনি বহুতল ভবন নির্মাণের জন্য আরডিএর নিকট বৈধ কাগজপত্র দাখিল করে ১৫ তলা ভবনের অনুমোদন নিয়ে ২০২৩ সালের শেষ দিকে ১৫২টি পাইলিং করেন। সে সময় তারা আমার নিকট মোটা অংকের চাঁদা দাবি করেন। এবং হুমকি দিয়ে বলেন,তাদের দাবিকৃত অর্থ দেয়া না’ হলে আদালতে তিনি মামলা করবেন।
সুজাউদ্দৌলা বলেন, যেহেতু তিনি ক্রয় সূত্রে জমিটির বৈধ মালিক, পাইলিংয়ের সময় তারা মালিকানা দাবি না করে চাঁদা দাবি করেন। আমি তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা জেনে শুনে হয়রানি মূলক মামলাটি করেছেন।
এরপর সাবেক কাউন্সিলর টুটুল নিজেকে এই জমির মালিক দাবি করে আদালতে অভিযোগ করেন এবং ভবন নির্মাণ কাজ বন্ধ করার চেষ্টা করেন। তিনিই ক্রয়সূত্রে জায়গাটির বৈধ মালিক বলেও জানান সুজাউদ্দৌলা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew