ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : বিভিন্ন সময় সংখ্যালঘুদের অজ্ঞাত হামলাকারীরা চিরকুটের মাধ্যমে বিভিন্ন অংকের টাকা দাবী করেন এই টাকা দিতে অপরগতা প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে রাতে মাটিরতে তৈরি শুকানো পাট ২০০ টি বেশি ভাঙচুর করেন। গত মঙ্গলবার (১৯-১১-২৪) রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া কুমারপাড়া গ্রামে দুর্বৃত্তদের এই হামলার ঘটনা ঘটে। যে সকল ব্যক্তিদের পাট ভাঙ্গা হয়েছে তারা হলেন, শ্রী প্রদীপ পাল,শ্রী পরী পাল ও বাদল পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কে বা কারা রোদে শুকানো শেষ হয়েছে। এখন শুধু আগুনে চুলায় দিতে বাকি। এ অবস্থায় মাটির তৈরি পাট ভেঙ্গে রেখে গেছে। এরপর থেকে আমরা অনেক আতঙ্কের মধ্যে জীবন যাপন করছি এবং আইনি সহায়তা না পাওয়ায় আমরা নিজেরাই প্রতিনিয়ত নিজের গ্রাম পাহারা দিচ্ছি। গত ৫ আগস্ট এরপরে দীর্ঘদিন রাত জেগে নিজ এলাকা পাহারা দিয়েছিলাম এরপরে কিছুদিন পাহারা বন্ধ রাখি মনে করি সব কিছু স্বাভাবিক হয়ে গেছে পরবর্তীতে জানতে পারি আমরা আমাদের কানাই পাড়া কুমার পাড়া গ্রামে বেশ কজনকে চিরকুটের মাধ্যমে টাকা দাবি করেছেন এ বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ ও দায়ের করেছি পরে থানা আমাদের বলেন আপনারা ধরার চেষ্টা করেন আমরা ও বিষয়টি দেখছি থানা এটুকু বলে তার দায়িত্ব শেষ করেন। তার বেশ কয়েকদিন পরেই রাত্রে দুর্বৃত্তরা এসে আমাদের মাটির তৈরি সেনেটারী পাট গুলো ভেঙ্গে চলে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পাট মালিকরা জানান, মাস দুয়েক আগে আমাদের হিন্দু পাড়ার বেশ কয়েক জনকে চিরকুট লিখে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে অজ্ঞাত পরিচয় কেউ। টাকা না দেওয়ায় বেশ কিছু দিন পরে রাতে কিছু পাট ভেঙ্গে চলে যায় । আমরা মনে করি এই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হামলায় আমাদের সদ্য শুকানো শুধুমাত্র আগুনের চুলায় দিতেই বাকি ২০০ অধিক মাটির পাট ভেঙ্গে চলে গেছে। আমরা এর আগেও থানায় একটি অভিযোগ করেছি থানা আমাদের বিষয়ে কোন প্রকার পদক্ষেপ নেয়নি। এমন কি এত কিছুর পরে ও থানা পুলিশ একটা বারও আমাদের এলাকা পরিদর্শন করেনি।
চিরকুট প্রাপ্ত ব্যক্তি দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের থেকে চিরকুট এর মাধ্যমে দশ হাজার টাকা থেকে টাকা দাবি করেন অজ্ঞাত কেউ। আমরা ছেলে বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ও আমার পুঠিয়া থানায় যোগাযোগ করি এবং সেখানে চিরকুট জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে বলে মনে হয় না।
এ ব্যাপারে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলে, আমার কাছে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ বা কাগজপত্র আসেনি যদি আসে তাহলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew