ধূমকেতু নিউজ ডেস্ক : বিজয় দিবসে স্বাধীনতা চত্বরে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছে। শিক্ষকদের হাতাহাতির সময় শহীদদের শ্রদ্ধার জন্য আনা ফুলের মালা ছিঁড়ে গেলে শেষ পর্যন্ত শ্রদ্ধার অনুষ্ঠানই পণ্ড হয়ে যায়।
বুধবার বেলা ১১টার দিকে পাবিপ্রবি ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এ দিকে শ্রদ্ধা জানানোর জন্য আনা ফুলের মালা ছেঁড়া নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে দোষারোপ করছে। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আওয়াল কবির জয় বলেন, বর্তমান শিক্ষক সমিতির মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা নিয়ে সাধারণ শিক্ষকদের আপত্তি ছিল। তারপরেও গত ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে এই সমিতির ব্যানারে ফুল দিতে গেলে সাধারণ শিক্ষকরা আপত্তি জানান। কিন্তু এরপরও ওই মেয়াদ উত্তীর্ণ সমিতির ব্যানারে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক দেয়ার জন্য আসেন সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. ফজলুল হকসহ তার অনুসারীরা। এ সময় সাধারণ শিক্ষকরা পুষ্পস্তবক অর্পণে অংশ নিতে গেলে তিনি বাধা দেন। এতে কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে।
তিনি বলেন, হাতাহাতির সময় ড. ফজলুল হক কাউকেই ফুল দিতে না দিয়ে নিজেই পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন।
এ ব্যাপারে বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে সমিতির নির্বাচন পিছিয়ে যায়। তারপরও নির্বাচন কমিশন সম্প্রতি তফশিল ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের চিঠির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেন। এ অবস্থায় জাতীয় দিবসগুলোতে কর্মসূচি পালন করার অংশ হিসেবে সকালে স্বাধীনতা চত্বরে আমিসহ শিক্ষকরা ফুল দিতে গেলে শিক্ষকদের একাংশ বাধা দেন। তারা অপ্রীতিকর ঘটনা ঘটান। এ সময় শ্রদ্ধা জানানোর জন্য আনা ফুলের মালা টানাটানি করে ছিঁড়ে ফেলেন।
বিকালে এ রিপোর্ট লেখার সময় পাবিপ্রবির প্রক্টর ড. প্রীতম কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষকদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, ভিসি স্যার অফিসিয়াল কাজে ঢাকায় রয়েছেন। তিনি আসার পর ভিডিও ফুটেজ দেখে পুষ্পস্তবক ছেঁড়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।