IMG-LOGO

সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ফুলবাড়ী থানার বিট অফিসার রেজাউলকে বিদায় সম্বর্ধনা প্রদানমোহনপুর মৌগাছিতে প্রশিকা মানবিক উন্নয়ন শাখা (এনজিও) শুভ উদ্বোধনভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’।আজকের এই দিনের কিছু ঘটনাআজকের খেলাফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপিব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানীইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাররাসিকের ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাবাগমারায় হামলার চেষ্টা মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগরাজশাহীতে মূসক আইন ও বিধি সম্পর্কে ভ্যাট বিষয়ক ‘সচেতনতামূলক কর্মশালাররায়গঞ্জে নিত্য পণ্যের বাড়তি দামে দিশেহারা ক্রেতা-সাধারণনিহতের ভাইরা ভাই গ্রেপ্তার,উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে থামছেনা পরিবারের আহাজরিসংগঠনবিরোধী কোনো কার্যকালাপ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রিজভী
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের কিছু ঘটনা

আজকের এই দিনের কিছু ঘটনা

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : আজ ২৫ নভেম্বর, ২০২৪, সোমবার। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে।

এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

ঘটনাবলি

১৫৩৮- পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ-সেনাদের সরিয়ে নিয়ে যায়।

১৭৫৯- একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করে বৈরুত ও দামেস্কে । তাতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুবরণ করে।

১৮১৩- জেনারেল হেস্টিংসের উপস্থিতিতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৩৮- ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে সাইক্লোন আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৩৯- ভারতের করিঙ্গ (বন্দর শহর) শহরে ঘূর্ণিঝড় আঘাত করে। ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তোড়ে পুরো শহর তছনছ হয়ে যায়। প্রায় তিন লাখ লোক নিহত হয়।

১৮৭৫- ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।

১৮৮০- ফরাসী বিজ্ঞানী লাভরান ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন।

১৯১৮- প্রথম বিশ্বযুদ্ধে পোল্যান্ড দখলকারী দেশগুলো অর্থাৎ রাশিয়া, জার্মানি ও অষ্ট্রিয়া পরাজিত হওয়ার পর পোল্যান্ড আবারও স্বাধীনতা লাভ করে।

১৯৩৬- জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।

১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ভিয়েতনাম এবং ইথিওপিয়া।

১৯৭৫- দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম হল্যান্ডের উপনিবেশ থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১- মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রতীরবর্তী বৃহত্তর একটি বিমান ঘাঁটি ফিলিপিন্সের হাতে তুলে দেয়।

১৯৯১- খুলনা বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

১৯৯২- চেক পার্লামেন্ট চেকযুক্তরাষ্ট্র বিভাজন বিল অনুমোদন করা হয়।

১৯৯৬- পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসেছিলেন।

২০০১- সুইস এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হলে ২৪ জন নিহত হয়।

২০০৪- তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

২০০৭- উপদেষ্টা পরিষদ সশস্ত্র বাহিনীর জন্য প্রস্তাবিত আলাদা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে।

জন্ম

১৫৬২- লাফান ডি ভেগা, স্পেনীয় নাট্যকার ও কবি।

১৮৪১- আর্নেস্ট সচ্রডের, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৮৯৫- লুডভিক সভোবডা, চেক জেনারেল, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৮৯৮- দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।

১৯০৪- বা জীন, চীনা লেখক।

১৯০৬- নাট্যকার নূরুল মোমেন জন্মগ্রহণ করেন।

১৯১৫- অগাস্টো পিনোশের, চিলির জেনারেল, রাজনীতিবিদ ও ৩০তম প্রেসিডেন্ট।

১৯১৫- রন হামেন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯১৯- ধ্বনি বিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম।

১৯২০- রিকার্ডো মন্টাল্বান, মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, গায়ক ও পরিচালক।

১৯২৩- মাউন কইভিস্টো, ফিনিশ মহাজন, রাজনীতিবিদ ও ৯ম প্রেসিডেন্ট।

১৯৩১- মিন্টু দাশগুপ্ত বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক।

১৯৩৩- শক্তি চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।

১৯৩৪- ভৈরব গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি যাত্রা পালাকার।

১৯৪৬- ইউসুফ মুতালা, পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও দায়ী।

১৯৫২- ইমরান খান, পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ।

১৯৬২- হিরনবু সাকাগুচি, জাপানি খেলা ডিজাইনার ও মিস্টওয়াল্কারের প্রতিষ্ঠিাতা।

১৯৭৭- গুইলেরমো কানাস, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।

১৯৮১- জাবি আলোনসো, স্পেনীয় ফুটবলার।

১৯৮৪- গাস্পারড উলিয়েল, ফরাসি মডেল ও অভিনেতা।

১৯৮৬- ক্রেগ গার্ডনের, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৫৬০- আন্দ্রেয়া ডরিয়া, ইতালীয় এডমিরাল।

১৮৫৭- সিপাহী বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলক।

১৮৮৫- টমাস এ. হেন্ড্রিক্স, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ২১তম উপ-রাষ্ট্রপতি।

১৯১১ – ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাগ।

১৯২৫- যদুনাথ পাল, খ্যাতনামা মৃৎশিল্পী।

১৯৪১- বিনয় কুমার, সমাজতাত্ত্বিক।

১৯৫০- ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক ও নাট্যকার।

১৯৫৬- অলিয়েক্সান্দ্র পেত্রভিচ দোভজেন্‌কো, ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫৯- সালের এ দিনে মৃত্যুবরণ করেন জেরার্ড ফিলিপ, ফরাসি অভিনেতা।

১৯৭০- ইয়ুকিও মিশিমা, জাপানি লেখক, অভিনেতা ও পরিচালক।

১৯৭৩- লরেন্স হার্ভি, লিথুয়ানীয় ব্রিটিশ অভিনেতা।

১৯৭৪- করেন উ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।

১৯৮১- রাইচাঁদ বড়াল,প্রখ্যাত ভারতীয় বাঙালি সুরশিল্পী ও সঙ্গীত পরিচালক।

১৯৯৭- হাস্টিংস বান্ডা, মালাউইর চিকিৎসক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

২০১৩- উইলিয়াম অ্যান্থনি ফোকেস, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৬- ফিদেল কাস্ত্রো , তিনি ছিলেন একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।

২০২০- ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

২০২০- বাঙালি প্রাবন্ধিক, নাট্যগবেষক, শান্তিনিকেতনের রবীন্দ্রভবনের অধ্যক্ষ স্বপন মজুমদার।

দিবস

নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটানোর আর্ন্তজাতিক দিবস।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news