ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে প্রকৃতির রুপ বৈচিত্র। হেমন্তের শেষ দিকে উত্তরের হাওয়ায় ইতোমধ্যে বগুড়ার নন্দীগ্রামে জেকে বসেছে শীত। এরই মধ্যে মাঠে মাঠে শোভা বাড়াচ্ছে সরিষা ফুল। গ্রামের বিস্তীর্ণ মাঠে ঝিলিক দিচ্ছে সরিষা ফুলের সোনালী হাসি। ফুলগুলোতে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। দু-চোখ জুড়ানো এমন দৃশ্য আকৃষ্ট করচ্ছে সবাইকে।
উপজেলা কৃষি অফিস স‚ত্রে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার মাটি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে এই উপজেলায় ৩ হাজার ৮শো হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলার কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৯, বিনা-১১ ও স্থানীয় টরে-৭ জাতের সরিষা আবাদ করেছেন।
উপজেলার খরনা গ্রামের সরিষা চাষি ইমন হোসেন জানান, এ বছর ৬ বিঘা জমিতে বারি-১৪ ও টরে-৭ জাতের সরিষার আবাদ করেছি। সরিষার গাছ খুব ভালো হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।
দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র জানান, আমি কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের সরিষার আবাদ করেছি। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ৪-৫ হাজার টাকা খরচ হয়। তাছাড়া সরিষার জমিতে ধানের আবাদও ভালো হয় এবং বোরো চাষে খরচ কম হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, সরিষা চাষিদের মাঠপর্যয় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে। সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। তাই সরিষাকে কৃষকরা লাভের ফসল হিসেবে অভিহিত করে থাকেন।