ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সোমবার সূর্যের আলো দেখা যায়নি। সারাদিন ছিলো মেঘলা আকাশ ও ঘণ কুয়াশা। সেই সাথে দুপুরের পর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দেয় গুড়ি গুড়ি বৃস্টিও। ফলে শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সারাদিন গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ।
সকাল থেকে সারাদিন কুয়াশায় আচ্ছন্ন ছিল উপজেলা জুড়ে। তবে অন্যান্য দিনে কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা গেলেও সোমবার সারাদিন কোনো সূর্যের আলো দেখা যায়নি। যেটুকু দেখা গেছে তাও আবার কয়েক মিনিটের জন্য। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে।
৯ ডিসেম্বর ২০২৪ সোমবার সকালে কালিঞ্জা ব্রীজের ওপর অটোচালক মোস্তফা সরকারের সাথে কথা হলে তিনি জানান, যেদিন ঘন কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা যায়, তখন মোটামুটি ভালো যাত্রী পাওয়া যায়, অটোও ভালোভাবে চালানো যায়। কিন্তু সারাদিন ঘন কুয়াশা ও হিমেল হাওয়া এবং গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যাত্রী খুব একটা পাওয়া যায়নি। ফলে আয় উপার্জন কমে গেছে।
এদিকে ধীরে ধীরে শীতের প্রকোপ আরো বাড়তে পারে বলে জানা যায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত আবহাওয়া সূত্রে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew