ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য যোগদানকৃত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি (অতিরিক্ত সচিব) এর সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণের দাপ্তরিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরভবনের সিটি হল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সকল বিভাগ ও শাখা প্রধানদের সাথে পরিচিত হন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। সভায় প্রশাসক মহোদয় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। সভায় তিনি সিটি কর্পোরেশনের সকল বিভাগের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সভা মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। সভায় রাসিকের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য চিত্র উপস্থাপন করেন তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ।
সভায় সিটি কর্পোরেশনের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও সকল ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew