ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর সীমান্তবর্তী করমুডাঙ্গা বিওপিতে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা করমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন সাপাহার ইউএনও মো. মাসুদ হোসেন, থানা অফিসার ইনচার্জ রায়হান। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন, হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু, করমুডাঙ্গা দারুল স্যালাফিয়াহ মাদ্রাসার শায়খ- আব্দুর রহমান, পাতাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ শতাধীক গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সহ ১৬ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew