ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৪ ডিসেম্বর রাজশাহী আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী ও এ-র আশপাশের জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া ১৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর মধ্যরাত বৃষ্টির সম্ভাবনা নাই,তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া দপ্তর বলছে,তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটাকে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।
এদিকে, কয়েক দিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ২ডিগ্রী সেলসিয়াস। ফলে বেড়েছে শীতের তীব্রতা। সাথে বেড়েছে জনদুর্ভোগ।
রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ১৩ ডিসেম্বর রাজশাহী আবহাওয়া অফিসে সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এবারে শীতে রাজশাহী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের ১২ ডিসেম্বর ছিল ১১.৮ ও ১১ ডিসেম্বর বুধবার ছিল ১৩.০ এবং ১০ ডিসেম্বর মঙ্গলবার ছিল ১৪.০ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান এ-ই কর্মকর্তা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew