ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নৃশংস হত্যাযজ্ঞের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহা. বায়েজীদ বোস্তামী এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন।
সভায় আরও বক্তব্য রাখেন শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক জামিল অর্ক, মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, সাদকাতুল জিদান, মেহেদী হাসান মন, এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাকাফুল ইসলাম সৈকত ও শেখ আসিফ নাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সিহাব, নিশাদ, ফিরোজ রায়হান সিয়াম, কাউসার এবং এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সিয়াম, অমি, ইমন। এছাড়া, এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সৈকত, মুন্না, সাজিদ এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew