ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল তোপ্প ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ, বিজয়মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।
সোমবার সকালে এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশারসহ সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা । রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন,গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, তোজাম্মেল হক সাপাটু ও ইদ্রিস আলী, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew