ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক। এরপর সকাল ৯টায় বিজয়ের তাৎপর্য ও মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।
আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ডা. জাওয়াদুল হক সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, যুদ্ধাহত ও শহিদ পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন।
তিনি এবছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, “৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসম্বর, ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম লাভ করে। কিন্তু আমরা স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারিনি। তাই এবছর জুলাই-আগস্টে আবারও ছাত্র-জনতাকে গণঅভ্যুত্থান করতে হয়েছে। স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে হলে আমাদেরকে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানকারী ছাত্র-জনতার চেতনা ও আকাঙ্খাকে বুকে ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করতে হবে।”
সভায় বক্তব্য দেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, সহকার রেজিস্ট্রার (অ.দা.) রাসেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবীর আহম্মেদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন, পিএস টু ভিসি (অ.দা.) নাজমুল হোসাইন।
এসময় সেকশন অফিসার জামালউদ্দীন, শারমিন আক্তার, শাহারিয়ার ইসলাম ও শাকিল আহমেদসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew