ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী কর্মজীবী দলের গাজীপুর মহানগর ও গাছা থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় বিজয় উল্লাসে স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী কর্মজীবী দল গাজীপুর মহানগর ও গাছা থানার উদ্যোগে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন, কর্মজীবী দলের সংগ্রামী সভাপতি মোঃ আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোঃ মনির মাষ্টার, সহ সভাপতি মুনসুর আহমেদ, মহানগর কর্মজীবী দলের প্রভাবশালী নেতা মোঃ কবির খান, রাজু আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন সরকারের সুযোগ্য সন্তান সৌমিক সরকার ও গাছা থানার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ আজিজুল হক সহঃ সভাপতি মানিক, কবির, সাধারণ সম্পাদক আঃ কাদের শহিদুল ইসলাম, জাহাঙ্গীর, মনির অন্যান্য নেতৃবৃন্দ।
বিজয় র্যালী শেষে এক সাক্ষাৎকারে কর্মজীবী দলের সংগ্রামী সভাপতি মোঃ আইয়ুব খান বলেন, আমরা সিনিয়র নেতাদের দিক নির্দেশনা অনুযায়ি দেশ ও দল কে ভালোবেসে সবসময় সাধারন মানুষের পাশে ছিলাম, থাকবো। আজকের এই বিজয় আমাদের সকলের। এই বিজয়ের ধারাকে অব্যাহত রাখতে দলের যে কোন সিদ্ধান্ত অনুযায়ি দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew