ধূমকেতু প্রতিবেদক : ১৬ ডিসেম্বর বাংলাদেও মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টা থেকে জেলা ও মহানগর থেকে মুক্তিযোদ্ধা দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমীরা রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এসে সমবেত হয়। সেখানে মুক্তিযোদ্দা দল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দল রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউর আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহবায়ক শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদ আলম, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মাইনুল হক হারু, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক নাজির।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বিএনপি সাংগঠনিক ৬নংওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্তুজা ফামিনসহ মুক্তিযোদ্ধা দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ। নেতৃবৃন্দের বক্তব্য শেষে তারা বাটার মোড় থেকে বিজয় র্যালি ও করে সোনাদিঘী হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার পাড়া মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে প্রধানবক্তা বক্তব্য দিয়ে কর্মসূচীর সমাপ্ত করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew