ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ পুঠিয়া : গত ৫ আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পরে থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া পাড়া ইউনিয়নের ভেঙ্গে পড়েছে নাগরিক সেবা। তার রেশ কাটতে না কাটতেই গত সেপ্টেম্বর মাসে নির্বাচিত জন প্রতিনিধিদের পাঁচ বছরের ক্ষমতার মেয়াদ সীমা শেষ হলে নাগরিকদের জরুরী সেবা প্রদানে আশে বড় ধরনের ভোগান্তি।
এছাড়াও সেবা নিতে আসা নাগরিকগণ সঠিক সেবা না পাওয়ার অভিযোগ তুলে বলেন ইউনিয়ন তো আগে যেটুকু সেবা পেতাম এখন একটা সনতের জন্যেও দুই এক দিন অপেক্ষা করতে হয়। অথচ আমরা যদি টেক্সট পরিষদ না করে কোন কিছুর আবেদন করি তাহলে তা কোন সময় গ্রহণ করেনা ইউনিয়ন অফিস কিন্তু এখন সবকিছু ঠিকঠাক মতো পরিশোধ করেও সনদ গুলো পেতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের আয়তন মোট ১১.৯৪ বর্গকিমি (৪.৬১ বর্গমাইল) এই ইউনিয়নে জনসংখ্যার পরিমাণ ৪০,৪১০ জনের বেশি।
এদের সেবা প্রদানের জন্য জন প্রতিনিধি হিসেবে একজন চেয়ারম্যান ও ৯ জন মেম্বার ও তিনজন সংরক্ষিত মহিলা মেম্বার দায়িত্ব পালন করেছেন। কিন্ত গত সেপ্টেম্বর মাসে জন প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার কারণে ইউনিয়নে কোন জনপ্রতিনিধি না থাকাই ভেঙে পড়েছে নাগরিক সেবা এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি প্রশাসন।
জিউপাড়া ইউনিয়নে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, যখন জনপ্রতিনিধিরা ছিল তখন একটা নাগরিকতা সনদ নিতে সময় লাগতো মাত্র পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এখন একটা নাগরিকতার সম্মিলিত সময় লাগে সর্বনিম্ন একদিন। এছাড়াও মৃত্যু সনদ ও ওয়ারিশন সনদ এর জন্য দীর্ঘ ২-৩ দিনের বেশি সময় অপেক্ষা করতে হয়। যেহেতু নির্বাচন আসছে দীর্ঘ সময় লাগতে পারে সে জন্য আমরা চাই আপাতত একটি গ্রহণযোগ্য মূলক সমাধান। নাগরিক সেবায় আমাদের কোন প্রকার হয়রানি হতে না হয়। কেননা আমরা আসি ইউনিয়নের অনেক দূর-দূরান্ত থেকে আমাদের সময় এবং অর্থ দুটোই অতিরিক্ত পরিমাণে লেগে যায় শুধু সময় বেশি লাগার কারণে।
জিউপাড়া ইউনিয়নের সচিব মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টা সত্য যে এখন নাগরিক সনদ , মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ ছাড়াও অন্যান্য কোন কাগজ পত্র নাগরিকগন আমাদের থেকে নিতে আসলে এখন একদিন বা কাজের উপর নির্ভর করে একাধিক দিনও সময় লাগছে। তবে প্রশাসক নিয়োগ হলে এই সমস্যা কিছুটা সমাধান হবে বলে মনে করি।
জিউপাড়া ইউনিয়নের নাগরিক সেবা ভেঙ্গে পড়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম নূর হোসেন নির্ঝর বলেন, মেয়াদ শেষ হবার কারণে ইউনিয়নটিতে বর্তমানে কোন জনপ্রতিনিধি না থাকায় একটু সমস্যাটা হতে পারে তবে আমরা জিউপাড়া ইউনিয়নে এক জন প্রশাসককে নিয়োগের জন্য মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে আশা করা যায় এ সপ্তাহতেই একজন প্রশাসক নিয়োগ হবে। তখন নাগরিক সেবার অনেকটাই উন্নতি হবে বলে মনে করি।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew