ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাবা জেলে, মা করেছে আত্মহত্যা। বাবা- মাকে হারিয়ে খুপরি টিনের ঘরে বসবাস চার শিশুর। সবার চোখে মুখে অসহায়াত্বের ছাপ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা হটাৎপাড়া গ্রামে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মা শ্রীমতি জয়ন্তী সিং। আর তাদের মা জয়ন্তীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় বাবা পরিমল সিং রয়েছেন কারাগারে।
এরপর থেকেই অসহায় অবস্থা জয়ন্তী ও পরিমেলর চার শিশুর। বাবা-মা হারানো অবুঝ চার শিশু ছুটোছুটি করছে বাড়ির আঙ্গিনায়। প্রতিবেশিদের সহায়তায় কখনো চুলা জ্বলে আর তা না হলে অনাহারে থাকতে হয় বেশিরভাগ সময়। অনেক সময় তাকিয়ে থাকতে হয় অন্যের দেয়া খাবারের আশায়।
স্বামী পরিমল সিং মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো পরিমল-জয়ন্তীর সংসারে। প্রায় দেড় বছর আগে ১ থেকে ১২ বছর বয়সী চার সন্তান রেখে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে মা জয়ন্তী। পরবর্তীতে পুলিশ তার স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
এরপর থেকে খেয়ে না খেয়ে দিন পার করছে সন্তানরা। বড় ছেলে সকালে নানা কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে কিছু নিয়ে এলে ১১ বয়সী ছোট বোন শ্রাবন্তী রান্না করে দেন। বোন শাবন্তী পরম আদরে বাবা-মা হারা ভাইবোনদের আগলে রাখছে।
এদিকে তীব্র শীতে গরম কাপড় না থাকায় মানবেতর জীবনযাপন করছে শিশুরা। অসহায় এ শিশুদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। ভাইবোনদের মধ্যে বড় ভাই হৃদয়ের বয়স ১২ বছর, তারপর ছোট বোন শ্রাবন্তীর বয়স ১১ বছর, ছোটভাই তাপসের বয়স ৫ বছর সবার ছোট বোন জয়ার বয়স ২ বছর ৭ মাস।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew