ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর বালিঘাট এলাকায় জেলের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি কুমির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুঘাটের কাছে মাছ ধরা জেলের জালে কুমিরটি আটকা পড়ে।
এ খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে নদীর তীরে ভিড় জমান স্থানীয়রা। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া শাখার সভাপতি শাহাব উদ্দিন জানান, তালবাড়ীয়া এলাকার শরিফুল ইসলাম নামে এক জেলের জালে একটি কুমির আটকা পড়ে।
পরে আমরা সেখানে গিয়ে বন বিভাগে খবর দিলে বন বিভাগের কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে। তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীর কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায়।
মূলত খাবারের জন্য চরে উঠে আসে কুমির। এজন্য আমরা চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়ে দিয়েছিলাম।
তবে সেগুলো খায়নি কোনো কুমির।
কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, তালবাড়ীয়া ঘাট এলাকার পদ্মা নদী থেকে যে কুমিরটি জালে আটকা পড়েছে সেটি মিঠা পানির কুমির। যেটা ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া। কুমিরটিকে নিয়ে যেখানে পদ্মার গভীরতা বেশি সেখানে অবমুক্ত করার জন্য ভেড়ামারার হার্ডিং ব্রিজের এলাকায় নিয়ে যাচ্ছি। সেখানেই অবমুক্ত করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew