ধূমকেতু নিউজ ডেস্ক : বিজয় দিবসের দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকার নকশা বিকৃতি করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার জেলা প্রশাসক আসিব আহসান তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী। অপর সদস্যরা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় পতাকার সবুজের মাঝে গোলকাকৃত বৃত্তটি চতুষ্কোণাকৃতি করে পতাকা তৈরি করেন। পরে ওই পতাকা হাতে নিয়ে কয়েকজন শিক্ষক ও একজন কর্মচারী পায়ের কাছে ঝুলিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহসহ ৬ জন শিক্ষক-কর্মচারীকে অভিযুক্ত করে গত বৃহস্পতিবার তাজহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও শিক্ষক-বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান।
অপরদিকে একই ঘটনায় তাজহাট থানায় ৯ জনকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম আরিফ।