ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংক্রমণ ও মৃত্যু—দুটিই বেড়ে চলেছে। এ অবস্থায় করোনার টিকা জনমনে এনেছে স্বস্তি। করোনার টিকা প্রথম চালান পৌঁছানোর পর খুশিতে আত্মহারা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে আনন্দে নেচেছেন। ইউএসটুডে।
গত সোমবার থেকে দেশটিতে টিকা দেওয়া শুরু হয়েছে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে এই টিকার চালান প্রথম যাবে, তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। সোমবার ম্যাসাচুসেটসের কিছু হাসপাতাল ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পায়। বোস্টন মেডিকেল সেন্টার (বিএমসি) ছিল তাদের একটি। এদিন টিকার আগমনে হাসপাতালের কর্মীরা সড়কের পাশে একসঙ্গে নাচেন। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে তাদের নাচের ভিডিও গত বৃহস্পতিবার অনলাইনে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়।
হাসপাতালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেট ওয়ালশ স্বাস্থ্যকর্মীদের সেই ভিডিও টুইট করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘সম্মুখসারির যোদ্ধাদের জন্য টিকার সমবণ্টন ও সুরক্ষা নিয়ে কাজ করা একদল লোক উষ্ণ অভ্যর্থনা পেলেন তাদের সহকর্মীদের কাছ থেকে। টিকার আগমনে এই উদ্যাপন। একটি স্মরণীয় দিন, সেরা ঘটনা।’
বোস্টন মেডিকেল সেন্টার প্রথম কোটায় ১ হাজার ৯৫০ ডোজ ফাইজার টিকা পায়। প্রথমে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই টিকা দেওয়া হবে।