ধূমকেতু প্রতিবেদক : বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় মাছের ঘের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এলাহী শেখকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ। গত ১০ ডিসেম্বর এলাহীদের পারিবারিকভাবে লিজ নেওয়া মাছের ঘের থেকে জোর পূর্বক মাছ তুলে নিচ্ছিলো এলাকার কয়েকজন।
তারা হলেন, ঐ এলাকার লিটন চৌধুরীর ছেলে পিয়াল চৌধুরী (৩০) ও পিয়াস চৌধুরী (২৫) এবং মৃত লুৎফর রহমানের মেয়ে রিক্তা চৌধুরী (২৪) লিটন চৌধুরীর স্ত্রী কমেলা বিবি (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাহী শেখ নিষেধ করতে গেলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিয়াল চৌধুরী, ও পিয়াস এলাহীকে মারার জন্য এগিয়ে আসলে এলাহীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। পিয়াল চৌধুরী ও পিয়াস চৌধুরী এলাহীকে যেখানে পাবে সেখানেই ফেলে কোঁপাবে এবং তাদের ফসলের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়। এমন অবস্থায় এলাহী শেখ নিজের ও পারিবারের এবং ফসলের ক্ষয়ক্ষতির হুমকির কথা চিন্তা করে গত ১০ ডিসেম্বর মোল্লাহাট থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরবর্তীতে এলাহী শেখের বাবা চার জনকে বিবাদী করে মোল্লাহাট থানায় একটা অভিযোগ দায়ের করে। মোল্লাহাট থানার অভিযোগ নং- ৪০২, তারিখ : ১০-১২-২০২০ইং।