ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরণ হয়। এতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।
দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল। শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।
প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সময় পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা সঙ্কটজনক কি না, তাৎক্ষণিভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew