IMG-LOGO

রবিবার, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> রোববারের রাশিফল

রোববারের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে।

জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ : রাশির মানুষেরা আজ পরিশ্রমের পূর্ণ ফলাফল লাভ করবেন। ব্যবসায়ে কোনও প্রকল্পপ শুরু করে থাকলে, তা আজ সম্পন্ন হতে পারে। পরিবারের তরফে আনন্দ পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন করার জন্য ভাইদের সাহায্য নিতে পারেন। কারও কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে থাকলে আপাতত অপেক্ষা করুন। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সম্মান পেতে পারেন। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।

বৃষ : রাশির মানুষেরা কোনও দুঃসংবাদ পেতে পারেন। কারও সঙ্গে বিবাদ বাড়তে দেবেন না। তা না-হলে সেটি পারিবারিক বিবাদে পরিণত হতে পারে। মনের কথা কারও সঙ্গে ভাগ করবেন না। কারণ তারা এর সুযোগ তুলতে পারে। চাকরিজীবীরা আজ ভালো সংবাদ পেতে পারেন। বিবাহযোগ্য মানুষেরা ভালো সুযোগ পাবেন। এর ফলে পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন। পরিচিত ব্যক্তি আপনাকে কষ্ট দিতে পারে।

মিথুন : রাশির যে মানুষেরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাদের আজকের দিনটি ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিকে যেতে পারেন। পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন। পারিবারিক ঐক্য বৃদ্ধি পাবে। বাণী মাধুর্য বজায় রাখুন। তা না-হলে বিবাদ সম্ভব। আয় বৃদ্ধির উৎস পাবেন।

কর্কট : রাশির মানুষদের ধন বৃদ্ধি হবে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে ফলদায়ী প্রমাণিত হবে, তবে বাবার পরামর্শ নিতে ভুলবেন না। মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন তাতে সফল হবেন। চাকরিজীবীরা কোনও সুসংবাদ পেতে পারেন। উন্নতির পথে আগত শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে এই রাশির মানুষদের। বন্ধুর ছদ্মবেশে শত্রু আপনার চারপাশে ঘুরতে পারে। তাদের চিহ্নিত করতে হবে আপনাদের।

সিংহ : রাশির মানুষেরা স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যের প্রতি গাফিলতি করলে ভবিষ্যতে বড়সড় রোগের কবলে পড়তে পারেন। ব্যবসায়ে আর্থিক লাভের ফলে সাফল্য অর্জন করতে পারবেন। সমস্ত কাজ সহদে সম্পন্ন করতে পারবেন এই রাশির মানুষেরা। মায়ের বিশেষ যত্ন নিতে হবে। সন্তানের জন্য কোনও যাত্রার পরিকল্পনা করে থাকলে এবার তা বাতিল করে দিন। গাড়ি খারাপ হওয়ায় অনাবশ্যক ব্যয় হতে পারে।

কন্যা : রাশির মানুষদের আজকের কিছুটা সমস্যা সঙ্কুল। হতাশাজনক সংবাদ শুনতে পাবেন। যাত্রার সময় সতর্ক থাকুন। পারিবারিক কলহ মাথা চাড়া দিতে পারে। এর ফলে চিন্তিত থাকবেন। অফিসে কাজের চাপ থাকবে। মানসিক অবসাদের কারণে কাজে মনোনিবেশ করতে পারবেন না। এ কারণে বরিষ্ঠদের বিরাগভাজন হতে পারেন।

তুলা : রাশির মানুষদের দীর্ঘদিন ধরে চলতে থাকা আইনি কাজে বাধা এলে তা এবার দূর হবে, আপনার পক্ষে শুনানি হবে। ব্যবসায়ীরা নিজের অংশীদারের থেকে সতর্ক থাকুন, কারণ তারা আপনার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করতে পারেন। সন্তানকে বিদেশে পড়াতে চাইলে তার জন্য দিন খুব ভালো। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন করতে সফল হবেন। তাড়াহুড়োয় কোনও কাজ করবেন না। তা না-হলে পরবর্তীকালে অনুতাপ হতে পারে।

বৃশ্চিক : রাশির মানুষদের ব্যবসায়িক পরিকল্পনা কার্যকরী হবে। ব্যবসা সংক্রান্ত প্রকল্প কার্যকরী করলে ভবিষ্যতে অধিক লাভ হবে। ব্যবসায়ে পছন্দ মতো লাভ অর্জন করতে পারবেন। চাকরিজীবীদের কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। তাতে অধিক পরিশ্রম করবেন এই রাশির মানুষেরা। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। কোথাও অর্থ লগ্নি করলে লাভান্বিত হবেন। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে।

ধনু : রাশির মানুষদের আজকের দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে যেতে পারেন। ব্যবসার কারণে কোনও যাত্রায় গেলে লাভান্বিত হবেন। পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে তর্ক হতে পারে, তা এড়িয়ে চলার চেষ্টা করুন। তা না-হলে আইনি রূপ ধারণ করতে পারেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।

মকর : রাশির মানুষেরা সন্তানের বন্ধুবান্ধবদের চোখে চোখে রাখুন। সন্তান যাতে কুসঙ্গে না-জড়িয়ে পড়ে সে দিকে লক্ষ্য রাখুন। ব্যয় বাড়তে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। অর্থের অপচয়ের কারণে মন চিন্তিত হবে। কোনও ব্যক্তির পরামর্শে ব্যবসায়ে অর্থ লগ্নি করবেন না, তা না-হলে ঝুঁকির আশঙ্কা বাড়তে পারে। ব্যবসায়ে লাভের সুযোগ পাবেন। তা চিহ্নিত করলে লাভ অর্জন করতে পারবেন।

কুম্ভ : রাশির মানুষদের আজকের দিনটি ভালো। বাড়ি ও ব্যবসায়ে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। অনাবশ্যক মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন। কোনও যাত্রায় গেলে লাভান্বিত হবেন। বাড়ি ও কর্মক্ষেত্রে কোনও উপহার পেতে পারেন। ব্যবসায়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। কারও কথায় এসে সিদ্ধান্ত নিলে লোকসান হতে পারে। অংশীদারীর ব্যবসা করলে অংশীদারের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। এর ফলে ব্যবসায়ে গতি বাড়বে।

মীন : রাশির মানুষেরা উৎসাহজনক সংবাদ পেতে পারেন। বড়সড় কাজ করার ইচ্ছা থাকবে। তবে এর জন্য পরিবারের সদস্যের পরামর্শ নিন, তা না-হলে সেই টাকা ডুবে যেতে পারে। অনাবশ্যক ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। তখনই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। তা না-হলে ভবিষ্যতে আর্থিক সংকটের মোকাবিলা করতে হবে। শেয়ার বাজার ও অন্য উৎস থেকে অর্থ উপার্জন করেন যারা, তাদের জন্য আজকের দিনটি ভালো। তারা লগ্নি করতে পারেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news